রাঙামাটি প্রতিনিধি

১৩ জুন, ২০১৭ ১০:৩১

বান্দারবানের পর এবার রাঙামাটিতে পাহাড় ধস, নিহত কমপক্ষে ১১

টানা বর্ষণে বান্দারবানের পর এবার রাঙামাটিতে পাহাড় ধসে কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাঙামাটি শহর এবং আশেপাশের এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে ১১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারী বর্ষণে সোমবার রাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুমা আক্তার, নুরি আক্তার, জোহরা বেগম, সোনালি চাকমা, অমিত চাকমা, আয়ুস মল্লিক, লিটন মল্লিক, চুমকি দাস। এদের মধ্যে মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

সোমবার থেকে রাঙামাটিতে টানা বর্ষণ শুরু হয়। এতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। ধসে পড়া মাটির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বৃষ্টি কারণে উদ্ধার কাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত