সিলেটটুডে ডেস্ক

০৩ অক্টোবর, ২০১৭ ১০:০৫

লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেছেন।

ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডুলেস আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ওয়াশিংটন সময় সোমবার রাত ১০টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে) তিনি ওয়াশিংটন ত্যাগ করেন।

ফ্লাইটটি মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ও স্থানীয় সময় সকাল ১০টায় লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী লন্ডনে তিন দিন অবস্থানের পর ৭ অক্টোবর দেশে ফিরে আসবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটনে যান।

এখানে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে বিলম্ব হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেন।

আপনার মন্তব্য

আলোচিত