সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:২৪

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণকারী আনু মিয়া নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে চকরিয়ার বদরখালির নাপিতখালিতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা তার মৃত্যু হয়।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বদরখালি ইউনিয়নের নাপিতখালি এলাকায় র‌্যাব অভিযান চালায়। এই সময় র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়।

তিনি জানান, গোলাগুলি থামলে ঘটনাস্থলে আনোয়ার হোসেন ওরফে আনু মিয়ার (৫৯) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের চিকিৎসকরা আনুকে মৃত ঘোষণা করেন।

মেজর রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে ১ টি ওয়ান-শুটার গান, ৩ রাউন্ড গুলি ও ২ টি খালি খোসা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, আনু মিয়া ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে বদরখালিতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পরদিন চকরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত