সিলেটটুডে ডেস্ক

০৮ মার্চ, ২০১৮ ১১:৪৪

রোহিঙ্গা ক্যাম্পে 'ডাকাতদের' গোলাগুলিতে নিহত ১, আটক ২

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 'দুই ডাকাত দলের' মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ৬টার দিক উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার ক্যাম্পটিতে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী (৩২) ওরফে বাইল্লা একই ক্যাম্পের বাসিন্দা মৃত বাছা আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া।

আটক ব্যক্তিরা হলেন- আবদুর রাজ্জাক (২৬) ও আবদুস সালাম (৩২)। তারা দুইজন আপন ভাই।

রনজিত কুমার বড়ুয়া জানান, ভোর রাতে টেকনাফ পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালায়। এ সময় সেখানে বাইল্ল্যার মৃতদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্জাক ও ছালাম ডাকাতকে আটক করা হয়। এছাড়া সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায় আনসার ক্যাম্পে হামলা করে অস্ত্র লুটকারি নুরুল আলম ডাকাত।

রনজিত বডুয়া বলেন, এখনো অর্ধশতাধিক পুলিশ সদস্য নিয়ে গহীন পাহাড়ে ডাকাত দলের সন্ধানে অভিযান চলছে।

আপনার মন্তব্য

আলোচিত