
১৪ মে, ২০২০ ২২:৪১
যশোরের ঝিকরগাছা থেকে ১০৫ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার আসামি মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঝিকরগাছা থানাধীন মনোহরপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী মনোয়ারা খাতুন (৩৮) ও তার ছেলে মনোয়ার হোসেন (২৮)।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, ঝিকরগাছা থানা পুলিশের এসআই শিকদার রকিব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওলিয়ার রহমানের বসতবাড়ির পিছনে গোয়াল ঘরের সামনে ফাঁকা জায়গা থেকে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনোয়ারা খাতুনকে এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ফাঁকা জায়গা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তার ছেলে মনোয়ারকে গ্রেপ্তার করে।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আসামি মনোয়ারা খাতুনের বিরুদ্ধে ইতিপূর্বে ঝিকরগাছা থানায় ২টি মাদক মামলা ও মানোয়ারের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ৬ টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা দিয়ে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আপনার মন্তব্য