সিলেটটুডে ডেস্ক

১৭ মে, ২০২০ ১৪:০০

ইফতারের সময় ঠান্ডা পানি না পেয়ে স্ত্রীকে খুন

ইফতারের সময় ঠান্ডা পানি না পেয়ে স্ত্রীকে খুন করেছে স্বামী।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।

মৃত শেলী আক্তার ওই গ্রামের জনৈক কামাল উদ্দিনের স্ত্রী।

বিজ্ঞাপন

ওসি বোরহান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইফতার করার সময় কামাল শেলীর কাছে ঠাণ্ডা পানি চান। শেলী নেই বলে জানালে কামাল তাকে জগ দিয়ে ঘাড়ে আঘাত করে। শেলী অজ্ঞান হয়ে যান। পরিবারের লোকজনই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, হাসপাতাল থেকে শেলীর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে কামাল পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কামালকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি বোরহান।

আপনার মন্তব্য

আলোচিত