নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২০ ০২:০০

সিলেট বিভাগে একদিনে করোনা শনাক্ত হলো আরও ২০ জনের

সিলেট বিভাগে একদিনে আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার ঢাকা ও সিলেটে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলায় ১৩ জন, হবিগঞ্জে ২ জন ও সুনামগঞ্জে ৫ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে সিলেট বিভাগে মোট ৪২০ জনের করোনা শনাক্ত হলো।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার। এরমধ্যে সিলেট বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সহকারি ও তার পরিবারের ৩ সদস্য রয়েছেন।

শনাক্ত হওয়ারা বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলার বলে জানা গেছে।

বিজ্ঞাপন



এদিকে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসউদ্দিন বলেন, সুনামগঞ্জে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে ৩ জন দক্ষিন সুনামগঞ্জের,  ১ জন ছাতকের ও ১ জন তাহিরপুরের।

এনিয়ে সুনামগঞ্জ জেলায় মোট ৭৪ জনের করোনা শনাক্ত হলো।

এছাড়া রোববার হবিগঞ্জে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে এ দুজনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান বলেন, তিনি জানান শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন সদর উপজেলার এবং অপরজন মাধবপুরের। দুজনেই পুরুষ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩১ জন। সুস্থ হয়েছেন ৩৯ জন ও মারা গেছেন ১ জন।

আপনার মন্তব্য

আলোচিত