নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২০ ২২:৩৪

সিলেটে আরও ৫৫ জনের করোনা শনাক্ত

সিলেটে নতুন করে আরও ৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৩ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৫৫ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, বুধবার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ৫৫ টি পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের সদর উপজেলা, বিয়ানীবাজার, জৈন্তাপুর, গোয়াইনঘাট, বিশ্বনাথের বাসিন্দারা রয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া একইদিন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাব থেকে মৌলভীবাজারের ১৬ জন ও হবিগঞ্জের ২ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে  ১২৩৮ জনের। এরমধ্যে সিলেট জেলায় ৬৮১ জন, সুনামগঞ্জে ২১৯ জন, হবিগঞ্জে ১৯৪ জন ও মৌলভীবাজারে ১৪৪ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত