২৭ জুন, ২০২৫ ২১:১৪
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে ১০ জন।
চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। তাঁদের মধ্যে ৯ জন পুরুষ ও ১১ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় আটজন, চট্টগ্রামে নয়, খুলনায় তিনজন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৫৫৫ জনের নমুনা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ৫২৮ জন। করোনাভাইরাসে শুরু থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জন।
আপনার মন্তব্য