২০ জুন, ২০২০ ১৬:০২
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জ্বর থাকায় গত ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। শুক্রবার রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য।
জামিল আহমেদ সানি জানান, মাশরাফি শারীরিকভাবে সুস্থ আছেন। হালকা জ্বর ও গা ব্যথা ছাড়া আপাতত তেমন কোন শারীরিক সমস্যা নেই তার। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে, ১৫ জুন করোনা পজেটিভ হন মাশরাফির শাশুড়ি ও স্ত্রী সুমনা হক সুমির বোন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাশরাফি শাশুড়ি কিংবা তার স্ত্রীর বোনের সংস্পর্শে আসেননি। অন্য কোনভাবে সংক্রমিত হয়েছেন।
আপনার মন্তব্য