আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২১ ১৩:১৯

ভারতে একদিনে শনাক্ত ও মৃত্যু কমেছে

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত ৪৪ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে মৃত্যুর সংখ্যাও।

শুক্রবার (২৮ মে) সকালে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। ৪৪ দিন পর দৈনিক সংক্রমণ এতটা কমলো।

দৈনিক মৃত্যুও আগের দিনের তুলনায় রয়েছে কম। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের। ভারতে সংক্রমণের হারও আগের তুলনায় কমেছে। গত চার দিন সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের নিচে।

আনন্দবাজার জানায়, ভারতে ১৫ এপ্রিল প্রথমবার করোনার দৈনিক সংক্রমণ দুই লাখের গণ্ডি স্পর্শ করে। এরপর বাড়তে বাড়তে ৪ লাখ ছাড়িয়ে যায় দৈনিক আক্রান্ত। এমনকি দৈনিক সর্বোচ্চ আক্রান্তের বিশ্ব রেকর্ড গড়ে ভারত।

সংক্রমণের ভয়াবহতায় ভেঙে পড়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির চিকিৎসা ব্যবস্থা। দেশটিতে করোনার সংক্রমণের ব্যাপকতার জন্য কুম্ভ মেলার মতো ধর্মীয় গণজমায়েত এবং নির্বাচনী প্রচারণাকে দায়ী করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত