সিলেটটুডে ডেস্ক

০২ জুন, ২০২১ ১২:২৪

করোনাভাইরাস: ১০ মাস পর মৃত্যুহীন দিন দেখলো ব্রিটেন

জুলাইয়ের পর এই প্রথম শেষ ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। প্রায় এক বছর বাদে এমন একটি দিন আসায় দেশটির গণমাধ্যমে উচ্ছ্বাস চলছে। প্রায় প্রতিটি পত্রিকার প্রধান খবর হিসেবে ঠাঁই পেয়েছে সরকারি এই পরিসংখ্যান।

বিবিসি জানিয়েছে, প্রকাশিত হিসাবে নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন।

করোনায় পৃথিবীর যেকটি দেশ ভয়াবহ ক্ষতিতে পড়েছে, তাদের মধ্যে অন্যতম ব্রিটেন। সেখানে ১ লাখ ২৮ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে।

ভ্যাকসিন আসার পর ইংল্যান্ডই দ্রুত গতিতে কভিড মোকাবিলা শুরু করে। এরপর ধীরে ধীরে কমতে থাকে প্রকোপ। কিন্তু গত কয়েক মাসে ভারতীয় ভ্যারিয়েন্টের দাপটে আবার চিন্তায় পড়ে দেশটি।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলছেন, ‘এই সংবাদে দেশবাসী খুশি হবে।’

‘ভ্যাকসিন স্পষ্টতই কাজ করছে-আপনাকে এবং আপনার চারপাশের প্রিয়জনকে রক্ষা করছে।’

‘কিন্তু ভালো সংবাদের পরে আমরা জানি যে ভাইরাসটিকে এখনো হারাতে পারিনি। তাই হাত, মুখ ধোয়ার অভ্যাস টিকিয়ে রাখতে হবে।’

ব্রিটেনের অধিকাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ কোনো না কোনো ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন। এখন দেশটি সহায়ক হিসেবে বুস্টার ডোজ দিচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত