সিলেটটুডে ডেস্ক

০৩ আগস্ট, ২০২১ ১২:০৮

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৯ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর সাতজন, নাটোরের পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন।

সাতজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে। এছাড়া একজন মারা গেছেন করোনা নেগেটিভ হওয়ার পর।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৯২ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে জেলায় শনাক্ত হার ২৭ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৪৪ নমুনায় ১৭ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। নওগাঁর ১৮৩ নমুনায় ২৭ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত