সিলেটটুডে ডেস্ক

০৩ মে, ২০২০ ১৯:৩১

ঢাকায় ফায়ার সার্ভিসের ৯ জনের করোনা শনাক্ত

ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে খবরের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে একজন উপসহকারি পরিচালক সাত জন ফায়ারম্যান ও একজন মেকানিক রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে তারা করোনাভাইরাস পজিটিভ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের সকলেই এখনো ভালো আছেন। তবে তাদের নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে। স্বাস্থ্যের অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত