নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২০ ১৯:০৯

ওসমানীর করোনা আক্রান্ত নার্সদের শামসুদ্দিন হাসপাতালে ভর্তি

করোনাভাইরাস শনাক্ত হওয়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ সেবিকার মধ্যে ৩ জনকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতেই তাদের শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় লে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র। তাদের শারিরীক অবস্থা ভালো রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর সিলেটের এই হাসপাতালকেই করােনা আইসোলেশন সেন্টার ঘোষণা দিয়ে করোনা শনাক্ত হওয়া ও উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, শুক্রবার করোনা শনাক্ত হওয়া ওসমানীর আরও ২ নার্স ও ওয়ার্ডবয়কে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এর মধ্যে ওসমানী হাসপাতালের ৫ নার্স ও এক ওয়ার্ডবয়সহ দক্ষিণ সুরমায় পাঁচজন, নগরীর ১ জন এবং ওসমানীনগরের একজন শনাক্ত হন।

আপনার মন্তব্য

আলোচিত