সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০২১ ০৩:০১

সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৪ হাজার টাকা মূল্যমানের ৫০ টাকার রুপার স্মারক মুদ্রা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫০ টাকা অভিহিত মূল্যের রুপার স্মারক মুদ্রা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এর বিনিময় মূল্য হবে ৪ হাজার টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৮ মার্চ থেকে ও রৌপ্য স্মারক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য শাখা অফিসেও পাওয়া যাবে।

৫০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত রৌপ্য স্মারক মুদ্রাটির ওজন ৩০ গ্রাম।

স্মারক মুদ্রাটির সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ভাষণের প্রতিকৃতি, প্রতিকৃতির নিচে মূল্যমান কথায় ও অঙ্কে ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির উপরে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে।

স্মারক মুদ্রার পেছন ভাগে ইংরেজিতে ‘৫০’ এবং ‘০’ এর মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’-এর নিচে ‘১৯৭১-২০২১’ মুদ্রিত।

উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘গোল্ডেন জুবিলি অব ইনডিপেন্ডেনস’ এবং নিচে ইংরেজিতে মূল্যমান ‘পঞ্চাশ টাকা’ মুদ্রিত রয়েছে।

স্মারক বাক্সসহ রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা।

রৌপ্যমুদ্রার পাশাপাশি ৫০ টাকা মূল্যমানের দুটি স্মারক নোটও ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে একটি নোট হবে প্রচলনযোগ্য, অপরটি কেবল স্মারক নোট। এটিও পাওয়া যাবে ২৮ মার্চ থেকে।

আপনার মন্তব্য

আলোচিত