সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৮ ২০:৪০

কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের


নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফল আসতে থাকলে সন্ধ্যার পর তা বর্জন করে আবার নির্বাচন করার দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দিনের বেলা শেষ পর্যন্ত ভোটে থাকার কথা জানিয়েছিলেন কামাল। কিন্তু রাতে ফল আসতে থাকলে তা বাতিল চেয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সব আসন থেকেই একই ধরনের ভোটের খবর এসেছে। আমাদের একশ প্রার্থী নির্বাচন বর্জন করেছে।"

“নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে পুনঃ নির্বাচন দাবি করছি।”

বিস্তারিত আসছে

আপনার মন্তব্য

আলোচিত