নির্বাচনের বর্ষপূর্তির আগের দিন রাজধানীর বিভিন্ন স্থানে এবং ময়মননিংহে অন্তত সাতটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার পল্টন,তেঁজগাও,গেণ্ডারিয়া, নর্দা, গুলিস্তান ও শনির আখড়ায় পাঁচটি বাস ও একটি প্রাইভেট কার এবং ময়মনসিংহ সদরে একটি যাত্রীবাহী বাস পোড়ানো হয়েছে।
ময়মনসিংহের ঘটনায় আহত হয়েছেন চালকসহ অন্তত ১০ জন।
বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর রোববার বেলা পৌনে ১টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটের দিকে ফুটওভার ব্রিজের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর শাহজাদী সুলতানা জানান, খবর পেয়ে তাদের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, ‘নিউ ভিশন’ পরিবহনের বাসটি চিড়িয়াখানা থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল।
বিকাল পৌনে ৪টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গাবতলীগামী আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
তবে চালক বাসটি চালিয়ে ঘটনাস্থল থেকে সরে যায় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর নিলুফার ইয়াসমিন জানান।
বিকেল ৪টা ২০ মিনিটে গেণ্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
নিলুফার ইয়াসমিন জানান, বিকেল সোয়া ৫টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের আরেকটি বাস পোড়ানো হয়।
আর সাড়ে ৫টার দিকে শনিরআখড়া এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ব্রজেন কুমার সরকার জানান।
গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় সন্ধ্যা ৬টার পর। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আাগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ময়মনসিংহের ঘটনাটি ঘটে রোববার দুপুরের দিকে। কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, ত্রিশাল থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ শহরে যাওয়ার পথে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসটি আক্রান্ত হয়।
এ সময় বাস থেকে নামতে গিয়ে চালকসহ অন্তত ১০ জন আহত হন বলে জানান ওসি।
এদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মন্তব্য