শাবুল আহমেদ, প্যারিস

২৮ ফেব্রুয়ারি , ২০২৪ ১৭:৩৩

প্যারিসে অমর একুশে উদযাপন উপলক্ষে ‘পঞ্চকবির গান’

প্যারিসে অমর একুশ উদযাপন উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন পঞ্চ কবিদের রচিত গান নিয়ে 'পঞ্চকবির গান' শীর্ষক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্যারিসে স্টুডিও ব্লু'র হলরুমে স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংগীতশিল্পী তানজীন তমা ও মৌসুমী চক্রবর্তী।

আয়োজক সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগীতসন্ধ্যায় উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক মনসুর আহমদ, বাংলাদেশ ভিউয়ের সভাপতি শেখ সাদী রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব হাসনাত জাহান, সংগীত শিল্পী আরিফ রানা, কুমকুম রানা, বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী মিয়া মাসুদ, একুশে উদযাপন পরিষদ আহবায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হায়দার, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, সাংবাদিক দেবেশ বড়ুয়া, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, লেখক রাহুল চৌধুরী ও মাসুদ রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত