শাবুল আহমেদ, প্যারিস

১০ মে, ২০২৪ ১২:৩৪

অভিবাসীদের সেবাদানকারী বাংলাদেশি প্রতিষ্ঠান লিগ্যাল এইড ফ্রান্স'র দ্বিতীয় শাখার উদ্বোধন

ফ্রান্সে অভিবাসীদের আইনি সেবাসহ বিভিন্ন সার্ভিস প্রদানকারী বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান লিগ্যাল এইড ফ্রান্স'র দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়ে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

দুপুর ১টায় ববিনী সিটি কাউন্সিল এর মেয়র আবদেল সাদি এবং দুপুর ১টা ৩০ মিনিটে স্থানীয় ওভারভিলিয়ে সিটি কাউন্সিলের সহকারী মেয়র সোফিয়েন করোমি পৃথকভাবে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনায় করেন হাফেজ সাইফ আহমেদ।

দিনব্যাপী নানান আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সংগঠন এবং কমিউনিটি ব্যক্তিগণ ক্রমান্বয়ে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ সংগঠনের প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠানের উদ্বোধন কার্যক্রমে নিজেকে যুক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার আজাদ মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।

অ্যাসোসিয়েশন সিকানো বাঙালি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), মনডিয়াল ট্রাভেলস ফ্রান্স, তফসিরুল কুরআন পরিষদ ফ্রান্স, গোলাপগঞ্জ উপজেলা ফ্রান্স প্রবাসীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদ যুবদল ফ্রান্স, বিকশিত নারী সংঘ, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স, গাজীপুর জেলা সমিতি ফ্রান্স, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্স, ছাতক দোয়ারা জনকল্যাণ সমিতি ফ্রান্স, শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স, গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব, ভয়েজ অব প্যারিস, গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স ও ওয়েব নিউজসহ কমিউনিটির বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত