সিলেটটুডে ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০৯

মালয়েশিয়ায় বাংলাদেশির লাশ উদ্ধার

মালয়েশিয়ার লোরং পানতাই কেলানাং এলাকা থেকে এক বাংলাদেশির পোড়া লাশ উদ্ধার করেছে সেদেশের পুলিশ।

মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে কেলানাং সৈকতের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কুয়ালা লাংগাট জেলার পুলিশ প্রধান সুপ্ত জাইলান তাসির জানান, নিহত বাংলাদেশির নাম সৈয়দ আলী। তার পাসপোর্ট নম্বর বিসি০২১৪৫৩৪।

দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সৈকত এলাকা অতিক্রমের সময় তারা আগুন জ্বলতে দেখেন। পরে সেখানে গিয়ে তারা একজনের পোড়া লাশ পান।

জাইলান আরও জানান, নিহতের বয়স চল্লিশের ঘরে। তার প্রায় পুরো শরীরই পুড়ে গেছে। তার পিঠে ও কপালে আঘাতের চিহ্ন ছিল। ধারালো কোনো অস্ত্র দিয়ে এই আঘাত করা হয় বলেই মনে হয়েছে।

তিনি বলেন, 'অন্য কোথাও হত্যার পর প্রমাণ নষ্ট করার জন্য মরদেহ সৈকত এলাকায় এনে পুড়িয়ে দেওয়া হয়- এমন সম্ভাবনা আমরা উড়িয় দিচ্ছি না।'

জাইলান আরও জানান, নিহতের দুই হাতের অনামিকায় দু'টি আংটি ছিল। তার ওয়ালেটে পাসপোর্ট এবং শার্টের পকেটে একটি ২০ ও ১০ রিঙ্গিতের নোট পাওয়া যায়।

এছাড়া ক্যাস্ট্রল ইঞ্জিন অয়েলের বোতলের একটি মুখ পাওয়া যায় বলেও জানান মালয়েশিয়া পুলিশের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত