সিলেটটুডে ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৬ ২০:৪৫

নাসিরনগরে হামলার প্রতিবাদে জাতিসংঘের সামনে প্রতিবাদ সভা শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রতায়ের মন্দির-বাড়িঘঢ়রে হামলা ও ভাংচুরের প্রতিবাদে আগামী শুক্রবার (১১ নভেম্বর) জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রতিবাদ সভা করবে
আমেরিকা প্রবাসী বাংলাদেশীরা।  ওইদিন দুপুর ১ টায় নিউইয়র্কের জাতিসংঘের সদর দফতরের সামনের রাফ্ল বাউন্চ পার্কে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক, নিউজার্সি, পেনসেলভেনিয়া ও কানেকটিকাটসহ আশেপাশের অঙ্গরাজ্যেগুলোর প্রবাসীরা এতে অংশ নেবেন বলে জানা গেছে। এতে নাসিরনগর ছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটা বিভিন্ন সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানানো হবে।

এতে একাত্মতা পোষন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ইউএসএ, বাংলাদেশ মাইনোরিটি রাইটস মুভমেন্টস ইউএসএ, বাংলাদেশ হিন্দু মন্দির, শ্রীমদ্ভগবত গীতা সংঘ ইউএসএ, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, বাংলাদেশ পুজা সমিতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বেদান্ত সোসাইটি, ব্রজগোপাল সম্প্রদায়, লোকনাথ মিশন, মাতৃভক্ত সংঘ, মহানাম সেবক সংঘ, শ্রী শ্রী গৌর নিতাই সংঘ, শ্রী চৈতন্য সম্প্রদায়, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন, জ্যামাইকা কালী মন্দির, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসংঘ, রাধামাধব মন্দির ব্রুকলীন, গুরুচক্র পরিবার, নর্থ আমেরিকা হিন্দু কল্যান পরিষদ, রাধাঁকৃষ্ণ সেবক সংঘ, রাধা গোবিন্দ সম্প্রদায় নিউইয়র্ক, সনাতনী সেবা সংঘ ব্রুকস, ব্রন্কস পুজা কমিটি, হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন, রাধাকৃষ্ণ সম্প্রদায় কলেজ পয়েন্ট, সাবর্জনীন গীতা সংঘ, দুর্গা মন্দির ইউএসএ।

আপনার মন্তব্য

আলোচিত