শাবুল আহমেদ, প্যারিস

০৪ মে, ২০২৪ ১১:০০

প্যারিসে বাংলাদেশি প্রতিষ্ঠান এইড পয়েন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অনুবাদ ও প্রশাসনিক সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এইড পয়েন্টের চতুর্থ বর্ষে পদার্পণ এবং নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার বিকালে প্যারিসের গার্দনর্দে প্রতিষ্ঠানের নতুন অফিসে কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এইড পয়েন্টের সার্ভিস প্রোভাইডার প্যারিস বারের সিনিয়র আইনজীবী ম্যাডাম স্টেফানী পাখতুশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড পয়েন্টের সার্ভিস প্রোভাইডার এক্সপার্ট কম্পতাব মি. তাম্বুরা, সহকারী কম্পতাব মি. রেনে সাকারা, সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কবি ও ছড়াকার লোকমান আহম্মেদ আপন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সদস্য সচিব এম আলী চৌধুরী, সাংবাদিক সাংবাদিক আরিফ উল্লাহ, নাজমুল কবির, মোসাদ্দেক হোসেন সাইফুল, শাহ সুহেল আহমেদ, ইকবাল জাফর, সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ, আলি হোসেন চৌধুরী, শামসুল ইসলাম, জুবের আহমেদ, মনোয়ার হোসেন, প্রবাসী অধিকার পরিষদের আহ্বায়ক হায়দার হোসাইন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত