সিলেটটুডে ডেস্ক

২৯ মে, ২০১৭ ২৩:২৫

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে লন্ডনে সমাবেশ মঙ্গলবার

মৌলবাদের সাথে আপোষ, ভাস্কর্য অপসারণ, প্রতিবাদী নেতাকর্মীদের উপর পুলিশী হামলা ও নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে লন্ডনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, আমরা মনে করি সরকারের বিভিন্ন পদক্ষেপ যেমন, পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ, নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রার ওপর আক্রমণ, পহেলা বৈশাখের অনুষ্ঠান সংকুচিত করা, ভাস্কর্য অপসারণ এসব মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

তারা আরো বলেন, মৌলবাদীদের দাবির সাথে সরকারের নমনীয় ভূমিকা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড় করাবে। আমরা বাংলাদেশের দেশপ্রেমিক জনতার কাছে আহবান জানাতে চাই, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান।

আয়োজকদের পক্ষে মসুদ আহমদ, সত্যব্রত দাস স্বপন ও গোলাম আকবর মুক্তা সমমনা সবাইকে এই সমাবেশে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন। 

আপনার মন্তব্য

আলোচিত