নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০১৭ ১২:৫৮

যুক্তরাজ্যের নির্বাচনে সিলেটের রুশনারা আলীর হ্যাট্রিক বিজয়

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের মেয়ে রুশনারা আলী। রুশনারা ৪২ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লট চিরিকো পেয়েছেন ৭ হাজার ৫৭৬ ভোট। ৩১ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন রুশনারা।

২০১৫ সালের নির্বাচনে ২৩ হাজার ভোট বেশি পেয়ে  বাঙালি অধ্যুষিত বেথনাল গ্রীন বো আসন থেকে দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হয়েছিলেন রুশনারা আলী। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বাঙালি প্রার্থী ধর্মীয় নেতা আজমল মাসরুর। তাকে হারিয়ে দিয়ে হ্যাট্রিক বিজয় ছিনিয়ে আনলেন রুশনারা।

এর আগে, লেবার পার্টির মনোনয়ন পেয়ে ২০১০ সালের ৬ মে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ২১ হাজার ৭৮৪টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিবারেল ডেমোক্রেট পার্টির আজমল মসরুরকে (প্রায় সাড়ে ১০ হাজার ভোট) প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বাঙালি হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন রুশনারা আলী। এরপর ২০১৫ সালের ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ৩২ হাজার ৩৮৭টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির ম্যাথিও স্মিথকে (৮ হাজার ৭০ ভোট) প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন তিনি।

রুশনারা আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামের প্রবাসী আফতাব আলী ও রানু বেগম দম্পতির ২য় কন্যা। সাত বছর বয়সে তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। 

আপনার মন্তব্য

আলোচিত