লুৎফুর রহমান, আরব আমিরাত

০৫ এপ্রিল, ২০১৯ ১৬:০৪

সুজানগরে আগর গবেষণা কেন্দ্র চালুর দাবি

মৌলভীবাজারের বড়লেখা সুজানগরের আগর-আতর মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানাদেশে রপ্তানি হচ্ছে। সুগন্ধি এ শিল্প অর্জন করছে বৈদেশিক মুদ্রা। ৪ শত বছরের ঐতিহ্যবাহী এ শিল্পের আরও উন্নতি করতে সরকারের পক্ষ থেকে সুজানগরে আগর আতর গবেষণা কেন্দ্র চালুর দাবি জানানো হয়েছে। আরব আমিরাতের ফুজাইরাহতে সুজানগর ইউনিয়ন সমাজকল্যাণ ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠানে এ দাবি জানান বক্তারা।

বৃহস্পতিবার ফুজাইরাহের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিউর রহমান। সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ও অর্থ সম্পাদক শাহীন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের পরিচালক ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাত শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল করিম।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি আমিন আলী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান খলু, উপদেষ্টা আব্দুল হাফিজ, একাত্তর টিভি প্রতিনিধি লুৎফুর রহমান ও মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব আমিরাতের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ফয়সল আহমদ, সহ সাধারণ সম্পাদক নুরুদ্দিন, কমিউনিটি নেতা ইমরান মাহমুদ সহ সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সালেক মিয়া, হাফিজ উদ্দিন, দেলোয়ার হোসেন, সুনাম উদ্দিন , মাশুক আহমদ, আনা মিয়া , মাছুম আহমেদ, আমির হোসেন সহ আরও অনেকে।

এ সময় আগত রমজান মাসের জন্য এলাকার দুস্থ মানুষদের ইফতার সামগ্রী প্রদানের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বাজেট ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত