সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০১

কার্ডিফে বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে প্রথমবারের মত আয়োজিত বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল ২০১৯ সম্পন্ন হয়েছে।

গত শনি ও রবিবার দু'দিন ব্যাপী অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে ওয়েলসের কাডিফ ছাড়াও বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের সমাগম ঘটে। রকমারি খাবারের স্টলের পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার বিনোদন ও শাড়ি গয়নার দোকানসহ ছিলো নানা আয়োজন।

ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর ও ফেস্টিভ্যালের আয়োজক সাজ হারিছের পরিচালনায় দু'দিন ব্যাপী আয়োজিত বিগ হালাল ফুড ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে মুসলিম কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে লন্ডন থেকে আগত কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ ইয়াওর, ওয়েলসের প্রথম বাঙালি সাংবাদিক ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ মকিস মনসুর, ব্যবসায়ী শরিফুল ইসলাম. ব্যবসায়ী নজরুল ইসলাম নাজ, ব্যবসায়ী আলহাজ্ব সুহেল আহমদ রাজা, সৈয়দ জুয়েল রহমান, বদর উদ্দিন চৌধুরী বাবর, আব্দুল মোত্তালিব, মহিলা নেত্রী শামসুন্নেহার আলী ও বদরুল মনসুরসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত