শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪৮

নিউ ইয়র্কে বাড়ির সামনে গাড়িচাপায় বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের লংআইল্যান্ডের সাফোক কাউন্টির রনকনকমা নিবাসী আমানউল্লাহ আমান নিজ বাড়ির সামনের ফুটপাতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ঘাতক ৩৩ বছরের এরিক লিন্ডারম্যান পালিয়ে যাবার চেষ্টা করলেও ঘটনার সময় উপস্থিত একজন সেচ্ছাসেবী ফায়ার ফাইটারের তাৎক্ষণিক প্রচেষ্টায় ধরা পড়ে।

স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে ৬৪ বছর বয়স্ক আমান তার বাড়ি ২৮৯২ ওসান এভিনিউর গেটের পাশে ময়লার ব্যাগ ফেলতে গিয়ে দাঁড়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর স্টোনিব্রুক হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘাতককে আটক করে কোর্টে চালান দিয়েছে।

প্রায় তিনযুগ নিউ ইয়র্ক প্রবাসী আমান বিভিন্ন রিটেল চেইন স্টোরে ম্যানেজারের দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহণ করেন। স্ত্রী সামিমা বেগম পারুল, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তার জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং লংআইল্যন্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত