সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০১৯ ১১:৩৬

নিউ ইয়র্কে অভিষিক্ত নারায়ণগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি

নিউ ইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনকের’র নতুন কমিটি। সিটির উডসাইডের গুলশান টেরেসে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশাপাশি একই সাথে হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল নারায়ণগঞ্জ জেলাবাসীর মিলন মেলা।

বিপুল সংখ্যক নারায়ণগঞ্জবাসী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জমজমাট এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা।

নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০১৯-২০২০)কে শপথ পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার। অভিষিক্তরা হলেন : সভাপতি মো: মঞ্জুরুল করিম, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল হক দোলন, সহ-সভাপতি রুহুল আমীন সিদ্দিক ও মোস্তফা জামান, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জনি, কোষাধ্যক্ষ মো: আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বাবলী হক, ক্রীড়া সম্পাদক সোহেল আহমেদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক রমিজউদ্দিন বাবুল, মহিলা সম্পাদক কুহিনুর আক্তার, কার্যকরী সদস্য সাঈদ আহমেদ, খালেদ আক্তার, মো: শরীফ হোসেন তনয়, এস.এম বাবুল, নিপা জামান ও নাজমুল হোসেন সোহাগ।

শপথ গ্রহণের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নবনির্বাচিত সভাপতি মো: মঞ্জুরুল করিমের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি, সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তারা বলেন, আমাদের প্রধান কাজই হবে নারায়ণগঞ্জ জেলাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নতুন ইমিগ্র্যান্ট সহ নারায়ণগঞ্জ জেলাবাসীর অধিকার রক্ষায় এ সংগঠন কাজ করে যাবে নিরলসভাবে। নারায়ণগঞ্জ জেলা সমিতি ইউএসএকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোও তাদের অঙ্গীকার।

অভিষেক আয়োজনে শেষ আকর্ষণ ছিলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

আপনার মন্তব্য

আলোচিত