নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২০ ১৮:২২

বিজয় দিবসে নগরনাটের নাটক ‘স্লিপিং স্কোয়াড’

পাকিস্তানি বাহিনীর নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেছিলো বাঙালি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রক্ত দিয়ে ছিনিয়ে নিয়েছিলো বিজয়। আগামী বছর স্বাধীনতার ৫০ পূর্তি করবে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার সেই স্বর্গসুখের দেখা মেলেনি ৫০ বছরেও।

স্বাধীন দেশেও প্রতিদিন চলছে ধর্ষণ-হতা, বন্ধ হয়নি নিপীড়ন-দুর্নীতি। আছে দুঃসাসন-দুর্জনের শাসনও। কিন্তু প্রতিবাদী হিসেবে পরিচিত বাঙালি যেনো এখন প্রতিবাদ ভুলে গেছে। নানা অনিয়ম আর আনাচার চললেও সবাই যেনো জেগে জেগেই ঘুমিয়ে আছেন।

এসব নিয়েই সিলেটের নাট্যসংগঠন নগরনাটের নাটক 'স্লিপিং স্কোয়াড'। ইন্টারেক্টিভ স্ট্রিট ড্রামা ' স্লিপিং স্কোয়াড বিজয় দিবমসের দিনে, বুধবার দুপুর ১২টায় সিলেটের চাঁদনীঘাটে মঞ্চস্থ করবে নগরনাট।

নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন অরূপ বাউল।

তিনি বলেন, নাটকে সমসাময়িক ইস্যুগুলোই তুলে ধরা হবে। মুক্তিযোদ্ধা কেমন বাংলাদেশ চেয়েছিলেন এবং বাংলাদেশ এখন কোনপথে হাঁটছে তা ফুটিয়ে তোলা হবে।

আপনার মন্তব্য

আলোচিত