সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৫ ২২:৫১

নাট্যমঞ্চ’র ২৫বছর পূর্তিতে ৭ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন সোমবার

সিলেটের অন্যতম নাট্যসংগঠন নাট্যমঞ্চ সিলেট’র গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৭দিনব্যাপী ‘নাট্য উৎসব ২০১৫’ সোমবার থেকে সিলেটের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হচ্ছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় এ উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উৎসবকে সামনে রেখে শনিবার (৫ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজারের নজরুল একাডেমী মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাট্যমঞ্চ’র সভাপতি রজত কান্তি গুপ্ত’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি অনুপ কুমার দেব।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব চম্পক সরকার, বাবুল আহমেদ, শামসুল বাসিত শেরো, আনোয়ার হোসেন রনি, আমিরুল ইসলাম চৌধুরী বাবু, খোয়াজ রহিম সবুজ, মিশফাক আহমদ মিশু, নিরঞ্জন দাশ টুকু, হীরক দেব, অংশুমান দত্ত অঞ্জন, রতন দেব, আফজাল হোসেন, বিপ্লব শ্যাম সুমন, হুমায়ুন কবির জুয়েল, সুপ্রিয় দেব শান্ত, সুরাইয়া জামান, সাইফুর রহমান চৌধুরী সুমন, ইসমাইল তাপাদার অসিত বরণ দাসগুপ্ত, মাহমুদ আসাদ, স্বপন বর্মন, আবু বকর আল আমিনসহ বিভিন্ন নাট্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এ নাট্য উৎসব সফল করতে সিলেটের সকল নাট্য ও সংস্কৃতিকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং নাট্যমঞ্চ’র এ উদ্যোগকে স্বাগত জানান।

উল্লেখ্য, ৭দিনব্যাপী এ নাট্য উৎসবে দীর্ঘদিন পর কলকাতা থেকে আসছে নাটকের দল। কলকাতার ইউনিটি মালঞ্চ, ঢাকার নাট্যতীর্থ, নাট্যকেন্দ্র, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, প্রাঙ্গণে মোর, মনিপুরী থিয়েটার’র নাট্য প্রযোজনা ছাড়াও থাকছে উৎসব আয়োজক সংগঠন নাট্যমঞ্চ সিলেট’র নিজস্ব প্রযোজনা। উৎসব চলাকালীন সময়ে কবি নজরুল অডিটোরিয়ামের মূল মঞ্চে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টার সময় একটি করে নাটক মঞ্চায়িত হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত