নিউজ ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৪ ১৪:১৬

স্কুল অব আর্টে সঞ্জীব সন্ধ্যা

প্রয়াত সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে নগরীর শাহজালাল উপশহরস্থ স্কুল অব লিবারেল আর্ট এন্ড সায়ন্সেসে আয়োজন করা হয়েছিলো সঞ্জীব সন্ধ্যার । সঞ্জীব ভক্তরা - গানে, কবিতায় স্মরণ করেন গুনি এই মানুষকে । এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করে নগরনাট ।  

আপনার মন্তব্য

আলোচিত