শাবি প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:৫৪

শাবিতে আইকিউএসি’র অফিস উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাশিওরেন্স সেল-এর (আইকিউএসি) নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের নিচ তলায় আইকিউএসি’র  নতুন অফিসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভ’ইয়া।

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য আইকিউএসি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। আশা করি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা রক্ষা করবে।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক আবদুল আওয়াল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদেও বক্তব্য রাখেন ,রিচার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, সেন্টার অব এক্সেলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম, আইকিউএসির সহ-পরিচালক অধ্যাপক আশরাফুল আলম, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন,প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান,লাইব্রেরিয়ান আব্দুল হাই ছামেনী প্রমূখ।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড.আবদুল আওয়াল বিশ্বাস বলেন, আমরা শিক্ষক-কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্যে বিভিন্ন  ধরনের কর্মশালা অব্যাহত রাখব।

আপনার মন্তব্য

আলোচিত