শাবিপ্রবি প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২৪ ২১:৫৫

শাবিপ্রবিতে মুজিবনগর দিবস উদযাপন

শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( শাবিপ্রবি) ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
 
এসময় তিনি বলেন, আজকের এই দিনে প্রবাসী সরকার গঠনের ফলে বাংলাদেশ নামক দেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাই আজকের এই দিনে জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, হলের প্রভোস্টবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার,  হিসাব পরিচালক, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত