সিলেটটুডে ডেস্ক

২৮ আগস্ট, ২০১৬ ১৩:১৭

জবি'র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০

পুরাতন কেন্দ্রীয় কারাগারের জায়গা হলের জন্য বরাদ্দ ও নতুন হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে শাখারি বাজার এলাকায় অবস্থান নিতে গেলে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের সকল কর্মসূচি পালনের নির্দেশ দেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি জানালে ক্যাম্পাসের প্রধান ফটকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এ হামলায় অন্তত ২০ জনের মতো শিক্ষার্থী আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত