সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫১

শাবির ছাত্রীদের শুক্রবার দুপুরের আগেই হল ছাড়তে হবে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সব আবাসিক হলের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার আগে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রলীগের বিবদমান গ্রুপের মধ্যে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতির কারণে এ নির্দেশ দেয়া হয়েছে।ফুটবল টুর্নামেন্টের কমিটিকে কেন্দ্র করে শাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গত তিনদিনে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে বৃহস্পতিবার সকালে এ নোটিশ টানানো হয়। দ্বিতীয় ছাত্র হল প্রভোস্ট অধ্যাপক এস এম হাসান জাকিরুল ইসলাম  বিষয়টি জানান।

তবে একাডেমিক জরুরি কার্যক্রম থাকলে এবং ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা চলছে, তারা প্রভোস্টের সঙ্গে দেখা করে বিশেষ অনুমতি নিয়ে থাকতে পারবেন বলে জানান তিনি।

এ বিষয়ে রেজিস্টার ইশফাকুল হোসেন জানান, ছাত্রদের বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা এবং ছাত্রীদের শুক্রবার বেলা ১২টার মধ্যে হল ছাড়তে হবে।

আপনার মন্তব্য

আলোচিত