সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:২৭

‘আমেরিকায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে 'আমেরিকায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বিষয়ক' এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ইউনিভার্সিটির হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. নজরুল ইসলাম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মো. মুমিনূল হক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সোশ্যাল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. আলী।

রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল ওয়ার্কের প্রফেসর ড. গোলাম এম. মাতবর। মতবিনিময় সভায় ৩য় এবং ৪র্থ বৎসরের সকল বিভাগ থেকে নির্বাচিত শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর ডিরেক্টর মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন ইংরেজী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর এডিশনাল ডিরেক্টর স্থপতি রাজন দাস, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত