রাবি প্রতিনিধি

১৬ মে, ২০১৭ ১৫:৫১

রাবি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাজু আহমেদ নামে এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে।

সোমবার (১৫ মে) রাত পৌনে ৮টার দিকে কৃষি অনুষদের পাশের রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা যায়।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনা শুনেও কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রাজু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী রাজু আহমেদ জানান, রাত পৌনে ৮টার দিকে আমি টিউশন শেষে চারুকলার সামনে রাস্তা (কৃষি অনুষদ) দিয়ে বাইসাইকেল যোগে হবিবুর রহমান হলে ফিরছিলাম। পথিমধ্যে ১০-১২ জন দুর্বৃত্ত আমার পথ আটকায়। এসময় তারা আমাকে কোনো কারণ ছাড়ায় বেধড়ক মারধর শুরু করে। এরপর আমার পকেটে থাকা মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি এবং বাইসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

রাজু আহমেদ আরো বলেন, এর কিছুক্ষণ পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে জানালে প্রক্টর বলেন, ওখানে ছিনতাই হয়েছে তো আমি কি করতে পারবো? আপনি থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরীক্ষার হলে আছি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আপনার মন্তব্য

আলোচিত