শাবি প্রতিনিধি

২৫ আগস্ট, ২০১৭ ০১:৩২

শাবির নৃবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন

শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) নৃবিজ্ঞান বিভাগের নৃবিজ্ঞান সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি পদে স্নাতকোত্তর শিক্ষার্থী জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক চতুর্থ বর্ষের শিরুল কাজী এবং সহ-সাধারণ সম্পাদক  হিসেবে একই বর্ষের সাগর চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার  সকালে  বিভাগের সেমিনার কক্ষে এ  নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক জাভেদ কায়সার ইবনে রহমান। এছাড়া  নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. মোখলেসুর রহমান ও সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস।

কমিটিতে বিভাগীয় প্রধান পদাধিকার বলে অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম সভাপতি মনোনীত হন। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন বিভাগের সহকারী অধ্যাপক করিমা বেগম।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহাত, সংস্কৃতি বিষয়ক  সম্পাদক বশির আহমেদ, ক্রীড়া সম্পাদক নিকলেশ চন্দ্র দাশ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক সুহেল আহমেদ এবং সদস্য পদে নাজমুস সাকিব, মো. আবু নোমান ও সাদ্দাম হোসেন পিয়াস ।

নবনির্বাচিত কমিটির প্রচার সম্পাদক আতিকুর রহমান বলেন, ‘নৃবিজ্ঞানকে শাবি তথা দেশে একাডেমিক কার্যক্রমের বাইরেও অন্যান্য কার্যক্রমে তুলে ধরতে সবোর্চ্চ চেষ্টা করবো। এজন্য বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন তিনি।’

আপনার মন্তব্য

আলোচিত