শাবিপ্রবি প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৫৮

শাবিতে ছাত্রফ্রন্টের ‘তথ্যচিত্র’ প্রদর্শনী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উদ্যোগে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মহান শিক্ষা দিবসের ৫৫ বছর বছর উপলক্ষে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে ছাত্র ফ্রন্ট।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের সামনে প্রদর্শনী শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।

তথ্যচিত্রে প্রদর্শনী ঘুরে জানা যায়, শিক্ষা আন্দোলন ও সোভিয়েত বিপ্লব থেকে শিক্ষা নিয়ে বর্তমানে শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আন্দোলন বেগবান করার লক্ষ্যে শিক্ষা দিবস এর ইতিহাস ও রুশ বিপ্লবের ইতিহাস তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

বাংলাদেশেও প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণের বাস্তবায়নের চেষ্টা চলছে। শাবিপ্রবিতেও বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে গিয়ে শিক্ষাকে ৬২ থেকে ২০১০ এর শিক্ষানীতি অনুযায়ী সাজানো হচ্ছে তার বিরুদ্ধে ছাত্রদের গণআন্দোলন তৈরি করা প্রয়োজন বলেও মনে করেন শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

এদিকে একই ইস্যুতে বামপন্থী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদল শাখা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে। সমাবেশে শাখা জাতীয় ছাত্রদলের নেতারা শিক্ষার মত মৌলিক অধিকার নিয়ে জনগণের সাথে কোন প্রতারণা করার সুযোগ নেই বলে উল্লেখ করেন।

আপনার মন্তব্য

আলোচিত