শাবি প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৩৪

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় মদদে সেনাবাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর চলমান নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে এবং উদ্বাস্তু রোহিঙ্গাদের তাদের নিজদেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাবির কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধনে রাখাইন রাজ্যে জাতিগত নিধন অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক চলমান অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে অর্থনৈতিক অবরোধ আরোপ করাসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

কর্মসূচির সমন্বয়ক নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, গণহত্যা বন্ধে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নিতে হবে। এ বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, মিয়ানমার সরকার ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেয়। এরপর থেকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর অত্যাচার চালিয়ে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত