শাবি প্রতিনিধি

০৮ মার্চ, ২০১৮ ২০:৫৪

শাবিতে ‘হোক প্রতিবাদ রং তুলিতে’ কার্টুন প্রদর্শনী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কার্টুন প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টায় ‘হোক প্রতিবাদ রং তুলিতে’ শিরোনামে ক্যাম্পাসের গোলচত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিএসই, তড়িৎ প্রকৌশল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথ উদ্যোগে ৪দিন ব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে স্কুলের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের আঁকা ড. জাফর ইকবালের বিভিন্ন স্কেচ ও তার ওপর হামলার ঘটনায় বিভিন্ন কার্টুন পেয়েছে।

চার দিন ব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।

এছাড়া হামলার প্রতিবাদে দিনব্যাপী আয়োজনে নাট্য সংগঠন দিক থিয়েটারের উদ্যোগে নাটক ‘আদিম পৃথিবীর আহবান’ মঞ্চস্থ হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত