শাবি প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৫০

শাবিতে মুখোমুখি ছাত্রলীগের দুই গ্রুপ, ক্যাম্পাসে উত্তেজনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে ক্যাম্পাসের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ মখোমুখি অবস্থান নেওয়ায় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্বিবদ্যালয়ের ফুডকোর্টের সামনে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমরান গ্রুপের তিন কর্মী হামলার শিকার হন। শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ সমর্থিত 'পার্থ-সাঈদ-সবুজ' গ্রুপের নেতাকর্মীরা ইমরান গ্রুপের কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

এই হামলার পর দু'পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়।

শাবি ছাত্রলীগের কর্মীরা জানান, 'পার্থ-সাঈদ-সবুজ' গ্রুপের সাথে ইমরান গ্রুপের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব অনেকদিন ধরেই চলে আসছে। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যকার দ্বন্দ্ব চলে আসছে বলে জানান তারা।

ছাত্রলীগ কর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেইন বৃহস্পতিবার সিলেটে এসেছেন। তার সঙ্গে দেখা করতে গেলে 'পার্থ-সাঈদ-সবুজ' গ্রুপের নেতাদের সাথে ইমরান গ্রুপের কর্মীদের কথা কাটাকাটি হয়। এ নিয়েই হামলার ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উভয় গ্রুপের নেতাকর্মীরা নিজের অবস্থানে অনঢ় রয়েছে। এ ঘটনায় পুরো ক্যাম্পাসজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।

আভ্যন্তরীন কোন্দল, নানা উপগ্রুপে বিভক্তি আর নিজেদের মধ্যেে সংঘাত-সহিংসতার মাধ্যমে নানা সময়ে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে শাবি ছাত্রলীগ।

গত বছরের ১৯ নভেম্বর শাবির আভ্যন্তরীন সংঘাতে সুমন নামে এক বহিরাগত ছাত্রলীগ কর্মী নিহত হন।

সর্বশেষ গত ৩০ আগস্ট শিক্ষকদের উপর হামলা করে দেশব্যাপী সমালোচনার জন্ম দেয় শাবি ছাত্রলীগ।

আপনার মন্তব্য

আলোচিত