নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০১৫ ১৮:৫২

লালমোহন চ্যাম্পিয়ন, টিপু সুলতান রানার্স আপ

ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে গোয়াইনঘাটে আসা শতাধিক ঘোড়া নিয়ে মাঠের চর্তুদিকে মালিকগন অবস্থান করছেন। মাঠের চারিদিকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভিড়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ঘোড়ার রয়েছে আলাদা আলাদা নাম। হাসিনা, পংকীরাজ, লিভারপুল, মোহন লাল, টিপুসুলতান, পাখিবাচ্ছা, জয়বাংলা, তামিম রাজাসহ বিভিন্ন নাম রাখা হয়েছে।

গোয়াইনঘাটের পল্লীতে ৩দির ব্যাপী গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ঘোড়ার দৌড়’র ফাইনাল অনুষ্টান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৩দিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্টান উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বারহাল বাজার সংলগ্ন খাষমৌজা গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। 

এতে চ্যাম্পিয়ন হয় কানাইঘাট উপজেলার গর্দনা গ্রামে মোহনলাল নামের ঘোড়াটি এবং রানার আপ গোয়াইনঘাট উপজেলার মিতিমহল গ্রামের টিপু সুলতান নামের ঘোড়া। 

পুরস্কার বিতরনী অনুষ্টানে খেলা পরিচালনা কমিঠির সভাপতি খলিলুর রহমান’র সভাপতিত্বে ও সম্পাদক মাসুক আহমদ‘র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সমাজসেবী সাইদুজ্জামান জামান, মোহাম্মদ মেম্বার, কনুমান, এখালাছুর রহামন, চাঁন চৌধুরী, মকবুল মিয়া, আশরাফ, হারিছ, শরীফ, বেড়াই, মাহমুদ, পরিচালনা কমিঠির উপদেষ্টা মো. আব্দুল¬াহ, সদস্য শফিকুর রহমান,  আতাউর রহমান, চাঁন মিয়া, বিলাল উদ্দিন প্রমুখ। 
উলে¬খ্য যে গত মঙ্গলবার বিকেল ৩টায় ঘোড়ার দৌড়ের উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত হয়। বুধবার ২য় দিনের দৌড় চলে এবং বৃহস্পতিবার সকাল ১০টায়  ফাইনাল দৌড় অনুষ্ঠিত হয়।



আপনার মন্তব্য

আলোচিত