সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২১ ১১:১৬

সংগীতগুরু সঞ্জীব দে মারা গেছেন

সংগীতগুরু সঞ্জীব দে মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর নয়াটোলার বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

সংগীত পরিচালক ফরিদ আহমেদ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে সংগীত বিষয়ক সোশ্যাল মিডিয়া পেজ ‘রেশ’ লিখেন, “বরেণ্য সংগীত গুরু সংগীতজ্ঞ সঞ্জীব দে চলে গেলেন কিছুক্ষণ আগে (আনুমানিক রাত ১১টা)। বাসায় হার্ট অ্যাটাক হলে ওনাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে আনা হয়, তবে পথেই তিনি দেহত্যাগ করেন।”

১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক সংগীত শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জীব। তার দাদা পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন।

দেশের সফল ও জনপ্রিয় সংগীতগুরু হিসেবে পরিচিত ছিলেন সঞ্জীব দে। শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নীর মতো অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত