সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০২১ ১৬:৫৯

১০ হাজার টাকা মুচলেকায় মিলার জামিন

আদালতে ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন সংগীতশিল্পী মিলা।

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে আইনজীবী শাহীনুর ইসলামের মাধ্যমে আত্মসমর্পণ করেন মিলা। শুনানি শেষে বিচারক দিলারা আলো চন্দনা মুচলেকায় তাকে জামিন দেন।

২০১৯ সালের ২ জুন মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি অ্যাসিডে দগ্ধ হন। ওই ঘটনায় সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মিলা ও তার এক সহযোগীকে আসামি করে মামলা করেন।

সেই মামলায় ৯ ফেব্রুয়ারি মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত। ১০ ফেব্রুয়ারি পরোয়ানা পল্লবী থানায় পৌঁছায়।

আদালতের নির্দেশনার পর মিলাকে খুঁজতে অভিযান শুরু করে পল্লবী থানা পুলিশ। কিন্তু দুই সপ্তাহ চলে যাওয়ার পরও গ্রেপ্তার হননি মিলা। বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

দীর্ঘ প্রেমের পর ২০১৭ সালের ১২ মে সংগীতশিল্পী মিলা ও পাইলট পারভেজ সানজারি বিয়ে করেন। কিছুদিন পরই তাদের মধ্যে শুরু হয় টানাপোড়েন।

মারধর ও দাম্পত্য কলহের জেরে ওই বছরের ৫ অক্টোবর স্বামী সানজারির বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন মিলা। মামলায় জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন সানজারি।

আপনার মন্তব্য

আলোচিত