
০৮ ফেব্রুয়ারি , ২০১৫ ১৯:৩৩
কলকাতার জিটিভির জনপ্রিয় অনুষ্ঠান 'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৮'-এর চূড়ান্ত পর্ব রবিবার (আজ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে এর আগেই জানা গেছে, এবারের আসরের প্রথম রানারআপ হচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ পরশ। আর চ্যাম্পিয়ন ওপার বাংলার কাজু। একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকার কল্যাণপুরের ছেলে পরশ পুরস্কার হিসেবে পাবেন ২ লাখ রুপি। আর চ্যাম্পিয়ন কাজু পাবেন ৩ লাখ রুপি, একটি গাড়ি ও প্রাণের একটি বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ।
জানা গেছে, চূড়ান্ত পর্বটি শুক্রবার রাতে ধারণ করা হয়েছে। আর এটি আজ সন্ধ্যায় প্রচার হচ্ছে। এবারের অনুষ্ঠানে দর্শকদের পাঠানো এসএমএসের মাধ্যমে নির্বাচনের সুযোগ নেই। তাই প্রধান বিচারকদের ভোটে তাদের নির্বাচন করা হয়েছে।
মীরাক্কেলের অষ্টম মৌসুমে প্রধান বিচারক হিসেবে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র।
উপস্থাপক হিসেবে রয়েছেন মীর আফসার আলি।
আপনার মন্তব্য