সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০২৪ ০৮:৩৫

‘চাচা আপনে?’, বললেন চঞ্চল চৌধুরীও

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম। এরইমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করেছে পিএসসির কর্মকর্তাসহ সাবেক গাড়িচালককে। মামলাও হয়েছে তাদের বিরুদ্ধে।

বুধবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে প্রচার হয়, পিএসসি পরীক্ষায় যারা প্রশ্নপত্র ফাঁস করেছিলেন তারা এবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের নাম বলে দেবেন। বেশ কিছু গণমাধ্যমে সেই খবর প্রকাশের পর চঞ্চল চৌধুরীর ‘মনপুরা’ সিনেমার সংলাপ ভাইরাল হয়।

সিনেমার একটি দৃশ্যে নৌকায় বসে ছিলেন অভিনেতা মামুনুর রশীদ। তাকে গিয়ে চঞ্চল বলেন, ‘চাচা আপনি?’ ছবির সঙ্গে মজার ছলে সেই দৃশ্যকে মিলিয়েছেন দর্শকেরা।

সামাজিক মাধ্যমে অনেকেই শেয়ার করছেন একটি মিম, যেখানে অভিনেতা চঞ্চল চৌধুরীর ছবিসহ রয়েছে সংলাপের একটি অংশ। ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আবেদ আলীকে বিসিএস কর্মকর্তা- চাচা আপনে?’

এই এডিটেড ছবি সামাজিক মাধ্যমে কে প্রথম প্রকাশ করেছিলেন সেটা জানা যায়নি, তবে অনেকের মাধ্যমে ফেসবুকে এটা ভাইরাল। ভাইরাল এ ট্রেন্ডে নিজেকেও জড়িয়েছেন চঞ্চল চৌধুরী। ছবি নিজের টাইমলাইনে শেয়ার করে মজাচ্ছলে চঞ্চল লিখেছেন, ‘আমি আবার কী করলাম রে ভাই। এইগুলা দুষ্টু কোকিলের কাজ। আমি নির্দোষ।’

ছবির দৃশ্য চঞ্চলের ‘মনপুরা’ সিনেমার।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৪ আয়োজনে অংশ নিয়েছেন চঞ্চল। সেখানে তিনি গ্রহণ করেন সেরা অভিনেতার পুরস্কার।

আপনার মন্তব্য

আলোচিত