বিনোদন ডেস্ক

২৮ মে, ২০১৬ ০০:৪২

সমকামী হওয়া মানুষের মৌলিক অধিকার : সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর এলজিবিটি সম্প্রদায়ের প্রতি নিজের সমর্থন অব্যাহত রেখেছেন। বুধবার একটি চলচ্চিত্র উৎসবে তিনি বলেছেন, সমকামী হওয়া মানুষের মৌলিক অধিকার।

২৫ মে সন্ধ্যায় কাশিশ মুম্বাই আন্তর্জাতিক কুইর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের সময় ‘নিরজা’ অভিনেত্রী সোনম বলেন, ‘এটা একটি মৌলিক অধিকার। বিষয়টি লেসবিয়ান, সমকামী, পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের বিষয় নয়। এটা মানুষ হিসেবে নিজের ইচ্ছেমতো নিজেকে পরিণত করার বিষয়। অভিনয় জীবনের শুরু থেকেই আমি এর পক্ষে সমর্থন জানিয়ে আসছি।’

ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের দাবি জানিয়ে আসছেন স্যার ইয়ান ম্যাককেলেন। সোনম কাপুরও তার সঙ্গে একমত হয়ে জানান, তিনি সব সময় সমকামী ও লেসবিয়ানদের অধিকারের সমর্থক।

ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের পক্ষে আন্দোলরত এলজিবিটি সম্প্রদায়ের প্রতি নিজের সমর্থণের কথা জানিয়েছেন স্যার ইয়ান ম্যাককেলেন। ৩৭৭ ধারাকে উপনিবেশিক উল্লেখ করে স্যার ইয়ান বলেন, কাশিশ চলচ্চিত্র উৎসব ও শেক্সপিয়ারকে নিয়ে আয়োজনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। যারা ৩৭৭ ধারা থেকে মুক্তি চায় তাদের সমর্থন জানাতেও আমি এখানে উপস্থিত হয়েছি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আপনার মন্তব্য

আলোচিত