জাকির আজিজ

২৮ মে, ২০১৬ ১৯:৫৯

‘লিফলেট’ -এর সেরনিয়াবাত শাওন সিনেমা নির্মাণ পরিকল্পনায়

রাস্তায় লিফলেট বিলি করছেন এমন নারীদের দেখা মেলে প্রায়ই, কিন্তু তাদের জীবনী, সুখ-দুঃখের কাহিনী নিয়ে সিনেমা-নাটক হয়েছে কমই। তবে লিফলেট বিলি করা সেসব নারীদের নিয়ে প্রথম টেলিভিশন নাটক ‘লিফলেট’ পরিচালনা করে এখন আলোচনায় তরুণ নির্মাতা সেরনিয়াবাত শাওন।

গত শুক্রবার (২৭ মে) রাতে এনটিভিতে প্রচারিত নাটকটি দর্শকদের প্রশংসা পেয়েছে।

 'লিফলেট' শাওনের করা প্রথম পরিচালনা। এর আগে তিনি সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজের লেখা এমন মৌলিক গল্প এবং চিত্রনাট্য নিয়ে সেরনিয়াবাত শাওনের নাটক ‘লিফলেট’-এ পথচারী কিংবা বাসযাত্রীদের মধ্যে ‘সর্বরোগহর’ চিকিৎসার লোভ দেখানো লিফলেট বিলি করেই ওই নারীদের বেঁচে থাকার সংগ্রামের বিষয়টিই পরিস্ফুট হয়েছে।

নিজের প্রথম নাটকটি প্রচার হওয়ার পর বলেন, সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই খুব প্রশংসা করছেন। ‘এরকম প্রশংসায় খুব ভাল লাগছে,’

প্রথম কাজেই সবার কাছ থেকে এতো প্রশংসা পাবো সত্যিই সেটা আশা করিনি, যোগ করেন শাওন।

এর আগে অনেক নাটকের চিত্রনাট্য লেখা তরুণ পরিচালকের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সেরনিয়াবাত শাওন বলেন, ভবিষ্যতে টেলিভিশনে কাজ করার কোনো ইচ্ছে নেই, কারণ এই মাধ্যমটি আমার কাছে খুব ছোট লাগে। আমি আসলে বড় মাধ্যমে কাজ করতে চাই। মূলত সিনেমা নির্মাণ করাই আমার প্রধান পরিকল্পনা।

‘এবং বড় মাধ্যমে কাজ করার আগে নিজেকে একটু যাচাই করার জন্য টেলিভিশনে কাজ করছি। তবে সিনেমা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে চিত্রনাট্য লেখাও শুরু করেছি,’ বলে জানান শাওন।

সাধারণত বাংলাদেশে গতানুগতিক যে ছবি নির্মাণ হচ্ছে আপনার সিনেমাও তেমনই হবে নাকি ভিন্নরকম? শাওন বলেন, আমি আসলে একটি মৌলিক ছবি নির্মাণ করতে চাই। যেটি শুধু বাংলাদেশি ছবি, বাংলাদেশের প্রেক্ষাপটের ছবি।

‘সাধারণত আমাদের দেশে যেসব ছবি নির্মাণ হয় সেগুলো বেশিরভাগ অন্যদেশের কপি-পেস্ট। আমি সেই ধারা থেকে বের হয়ে দেশের প্রেক্ষাপটের সঙ্গে যাচ্ছে এমন ছবিই নির্মাণ করব। যেমন ‘লিফলেট’ নাটকটি করেছি।’
‘লিফলেট’ নিয়ে আলোচনায় সেরনিয়াবাত শাওন
শাওন বলেন, বেশিরভাগ সিনেমা-নাটকের গল্প একইরকম হয়। কিন্তু আমার গল্পটি একদম মৌলিক এবং আলাদা। সমাজের বাস্তব চিত্র এখানে ফুটে উঠবে।

বিখ্যাত পরিচালকদের সহকারি হিসেবে কাজ করে শেখাটা কতোটুকু আপনাকে সহায়তা করেছে জানতে চাইলে প্রতিশ্রুতিশীল এ নির্মাতা বলেন, মূলত আমি উনাদের কাছে টেকনিক্যাল বিষয়গুলো শিখেছি। চিত্রনাট্য বা নির্মাণ সবকিছু নিজের ভেতর থেকে আসা। আসলে এগুলো শেখার বিষয় নয়। নিজের ভেতর থেকেই চলে আসে।

ছোটবেলা থেকেই কি নির্মাতা হওয়ার ইচ্ছে ছিল? প্রশ্ন করলে হেসে সেরনিয়াবাত শাওন বলেন, ছোটবেলায় লেখালেখি করতাম কিন্তু কখনো ইচ্ছে ছিল না নির্মাতা হবো। আমার স্বপ্ন ছিল আর্মি অফিসার হবো, না হলে পাইলট হব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে পড়াশোনার পাশাপাশি মিডিয়ার সঙ্গে জড়িয়ে যাই, আর এখন পুরোপুরি যুক্ত হয়ে গেলাম।

‘লিফলেট’ নাটকে শতাব্দী ওয়াদদু, শ্যামল মাওলা এবং প্রভাকে নিয়ে কাজ করতে গিয়ে তাদের কাছ থেকে কতোটুকু সাপোর্ট পেয়েছেন? পরিচালক শাওন বলেন, আসলে প্রভা ও শতাব্দী ওয়াদুদের সঙ্গে এর আগেও কাজ করেছি।

‘শুধু শ্যামল মাওলার সঙ্গে প্রথম কাজ। তারা যথেষ্ট সাপোর্ট করেছেন আমাকে। আমি কাজটি যেভাবে চেয়েছি তারা তিনজন ঠিক সেভাবে করেছেন,’ জানিয়ে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন তরুণ এ নির্মাতা।

'লিফলেট' নাটক নিয়ে আলোচনার মধ্যে ঈদের জন্য নাটক নির্মাণের কথা জানালেন শাওন। তবে এই মুহূর্তে নাম ও কুশীলবদের সম্পর্কে কোন তথ্য না দিয়ে শিগগিরই বিস্তারিত জানাবেন বলে জানান এ তরুণ নির্মাতা।

আপনার মন্তব্য

আলোচিত